Bangladesh | ঘুমন্ত অবস্থায় হিন্দু যুবককে পুড়িয়ে খুন, সংখ্যালঘুদের "যম" বাংলাদেশ? ব্যর্থ ইউনুস প্রশাসন

Sunday, January 25 2026, 6:52 am
Bangladesh | ঘুমন্ত অবস্থায় হিন্দু যুবককে পুড়িয়ে খুন, সংখ্যালঘুদের "যম" বাংলাদেশ? ব্যর্থ ইউনুস প্রশাসন
highlightKey Highlights

গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের শাটারের নীচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভিতরে একাধিক দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।


বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতন। অভিযোগ, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে খুন করেছে দুষ্কৃতীরা। মৃত যুবক পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের কর্মী ছিলেন। শুক্রবার রাতে কাজ শেষ করে ওয়ার্কশপের মধ্যেই ঘুমোচ্ছিলেন তিনি। গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের শাটারের নীচে আগুন ধরিয়ে দেয়। গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় চঞ্চল। পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবেই তাঁকে খুন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File