Bangladesh | না খেললে 'গলাধাক্কা'! আইসিসি বোর্ডের সভায় ভোটে হারলো বাংলাদেশ

Wednesday, January 21 2026, 3:33 pm
Bangladesh | না খেললে 'গলাধাক্কা'! আইসিসি বোর্ডের সভায় ভোটে হারলো বাংলাদেশ
highlightKey Highlights

আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটি হয় বলেই খবর। সেই ভোটে বাংলাদেশ হার মানে। তাদেরকে আর মাত্র একদিন সময় ধার্য করা হয়েছে।


ক্রিকেট বিতর্কের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না। আইসিসির কাছে চিঠি পাঠিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু বদলের দাবি করে বিসিবি। যদিও এই দাবি অস্বীকার করেছে আইসিসি। এদিন অর্থাৎ বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু নিয়ে ভোট হয়। তাতে হেরেছে বাংলাদেশ। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিনের সময় দিয়েছে আইসিসি। বিকল্প হিসেবে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File