Bangladesh | বাংলাদেশে গ্রেপ্তার দীপু দাসের হত্যাকারী, পুলিশের জালে পলাতক ইয়াসিন

Thursday, January 8 2026, 2:03 pm
Bangladesh | বাংলাদেশে গ্রেপ্তার দীপু দাসের হত্যাকারী, পুলিশের জালে পলাতক ইয়াসিন
highlightKey Highlights

স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেয় সে। বিভিন্ন তথ্য, প্রমাণের উপরে ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


বাংলাদেশে দীপুচন্দ্র দাসের খুনের ঘটনায় আরেক অভিযুক্ত ইয়াসিন আরাফাত (২৫)কে গ্রেপ্তার করলো পুলিশ। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দীপু দাসের হত্যার সময়কার ভিডিয়োতে দেখা গিয়েছে, ইয়াসিন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে উত্তেজিত করছিল।’ খুনের পরে টানা ১২ দিন সারুলিয়ার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হিসেবে আত্মগোপন করে ছিল সে। এখনও পর্যন্ত এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File