PAK vs BAN । এশিয়া কাপে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা পাওয়ার পরেই পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ
Thursday, August 1 2024, 2:32 pm
Key Highlightsচলতি মাসের শেষের দিকে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
চলতি মাসের শেষের দিকে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকারকে এই সফরের কথা জানিয়ে তাদের তরফ থেকে নিরাপত্তার বিষয়ে পরামর্শদাতা চেয়েছে বলে খবর। জানা গিয়েছে এশিয়া কাপে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা পাওয়ার পরেই বাংলাদেশ এই ট্যুরে যেতে রাজি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান দুটি টেস্ট খেলবে। প্রথম ম্যাচটি ২১ অগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় ম্যাচটি ৩০ অগস্ট থেকে করাচিতে অনুষ্ঠিত হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- পাকিস্তান
- ক্রিকেট
- টেস্ট ম্যাচ

