Bangladesh । বাংলাদেশ চুপিচুপি কেটে নিচ্ছে ফসল, দাবি সীমান্তের গ্রামগুলির, তৎপর বিএসএফ

Sunday, December 29 2024, 3:01 am
highlightKey Highlights

এবার জানা গেল, নদিয়ার তেহট্ট এলাকায় বাংলাদেশ থেকে এসে ভারতীয় ভূখণ্ডে থাকা ফসল কেটে নিয়ে পালাচ্ছে লুটেরারা।


পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। রোজ অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে ভারত থেকে। এর মধ্যেই নয়া সমস্যায় জেরবার সীমান্তবর্তী নদিয়ার তেহট্টের গ্রামবাসীরা। তেহট্টের কিছু অংশে এখনও কাঁটাতারের বেড়া বসেনি। সেখান থেকে বাংলাদেশিরা ঢুকে আসছে ভারতে। রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে গম,সর্ষে ইত্যাদি ফসল। চাষীদের প্রভূত ক্ষতি হচ্ছে এতে। বিএসএফকে বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা। সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিসন ক্যামেরা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।লুটেরাদের ধরতে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসবে বিএসএফ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File