আন্তর্জাতিক

Bangladesh | ভারতে রাষ্ট্রদূত পাঠাতে আগ্রহী বাংলাদেশ, অনুমতি কি দেবেন মোদী?

Bangladesh | ভারতে রাষ্ট্রদূত পাঠাতে আগ্রহী বাংলাদেশ, অনুমতি কি দেবেন মোদী?
Key Highlights

প্রতিবেশী রাষ্ট্র ভারতে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করতে চায় বাংলাদেশ। কিন্তু, ভারত কী চায় আপাতত, সেটাই জানার অপেক্ষায় রয়েছে ঢাকা।

সংখ্যালঘু সংঘর্ষে ভারত বাংলাদেশের মনোমালিন্য এখনও বজায় রয়েছে। এরই মাঝে ভারতে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করতে চাইছে বাংলাদেশের অন্ত্রবর্তী সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারের অধীনস্ত বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে নয়া দিল্লিকে ইতিমধ্যেই আনুষ্ঠানিক বা সরকারি স্বীকৃতির আবেদন বা অনুরোধ অর্থাৎ 'এগ্রিমো' পাঠিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ রফিকুল আলম জানিয়েছেন, তাঁরা ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে। তবে জল গড়িয়েছে অনেকটা, উত্তর এখনও আসেনি। আরও তিন চারমাস অপেক্ষা করবেন তাঁরা।