India-Bangladesh | বাংলাদেশের আভ্যন্তরীণ গন্ডগোলের প্রভাব ভারতের বাজারে! কিছু সেক্টরে সমস্যা হলেও লাভের আশা দেখছে ভারত

Monday, December 16 2024, 4:46 am
highlightKey Highlights

অনেক কোম্পানিই বাংলাদেশের বদলে সুরাটে তাদের রেডিমেড জামাকাপড়ের অর্ডার দেওয়ার জন্য খোঁজখবর করেছে।


চলতি বছর অগাস্ট মাস থেকেই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। যার প্রভাব যেমন পড়ছে ব্যবসাতেও। যদিও বাংলাদেশের আভ্যন্তরীণ গন্ডগোলের তেমন কোনও প্রভাব ভারতের বাজারে পড়বে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে সামান্য হলেও প্রভাব পড়তে পারে। যেমন, ভারতের ট্রেন্ট, পিডিএস ও ভিআইপি ইন্ডাস্ট্রিজের বিভিন্ন পণ্য বাংলাদেশে তৈরি হয়। তবে এরই মধ্যে আশার আলো দেখছে ভারতের বয়ন শিল্প। অনেক কোম্পানিই বাংলাদেশের বদলে সুরাটে তাদের রেডিমেড জামাকাপড়ের অর্ডার দেওয়ার জন্য খোঁজখবর করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File