আন্তর্জাতিক

Bangladesh | হাদি-হত্যার আবহে ইউনুসকে হুমকি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো ইনকিলাব মঞ্চ

Bangladesh | হাদি-হত্যার আবহে ইউনুসকে হুমকি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো ইনকিলাব মঞ্চ
Key Highlights

ইনকিলাব মঞ্চের মুখ্য ওসমান হাদির শেষ কৃত্যের (জানাজা) পর বিরাট বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

হাদির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাধিত করা হয়েছে ওসমান হাদিকে। শনিবার হাদির শেষ কৃত্যের (জানাজা) পর ইউনুস সরকারকে আল্টিমেটাম বেঁধে দিলো ইনকিলাব মঞ্চ। শেষ কৃত্যে উপস্থিত ইনকিলাব মঞ্চের সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সরকার ওসমান হাদির হত্যাকারীদের ধরতে কী করেছে? এই বিষয়ে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে।’ ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট না দিতে পারলে নিজ পদ থেকে ইস্তফা দিতে হবে, সাফ জানিয়েছেন তিনি।