Bangladesh | সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে বলার পর, বাংলাদেশে এবার ৫, ১০ ও ২০ টাকার নোট বদলের ঘোষণা
Monday, September 2 2024, 12:53 pm

বাংলাদেশের অর্থ উপদেষ্টা জানান, ৫, ১০ ও ২০ টাকার নোট বদলে দেওয়া হবে এবং সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দিতে হবে।
বাংলাদেশে বেশকিছু সংস্কারমূলক কাজের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল বাজারে চালু বেশকিছু কাগজের নোট বদলে ফেলা হবে। বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই খারাপ। সেগুলি ছিঁড়ে গিয়েছে বা ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। তাই ওইসব নোট দ্রুত বদলে ফেলা হবে। অন্যদিকে, সম্প্রতি সরকারি কর্মচারিদের বলা হয়েছে তাদের সম্পত্তির হিসেব দিতে হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অর্থনীতি
- অর্থনৈতিক