Bangladesh Elections | ১ সপ্তাহের মধ্যেই হবে বাংলাদেশ নির্বাচনের দিনঘোষণা, বৈঠক শেষে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় আপডেট। আগামী চার-পাঁচদিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।
আজ, শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠক শেষেই জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বললেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে তিনি আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ, সময়সীমা ঘোষণা করবেন। আলোচনার সবথেকে ফলপ্রসূ বিষয় এটা। দেশে যে অরাজকতা চলছে, তার একমাত্র সমাধান নির্বাচন, সরকার এটা বুঝতে পেরেছে।” জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার কথা বলেছেন তিনি।”