Bangladesh | বাংলাদেশ মেটায়নি বকেয়া টাকা, বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিল গৌতম আদানির সংস্থা
Saturday, November 2 2024, 1:55 pm
Key Highlights
১৬০০ মেগাওয়াটের বদলে বৃহস্পতিবার থেকে ৭০০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে খবর।
বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিল গৌতম আদানির সংস্থা। ১৬০০ মেগাওয়াটের বদলে বৃহস্পতিবার থেকে ৭০০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে খবর। ‘পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, অক্টোবরের ৩১ তারিখের মধ্যে আদানি গোষ্ঠীকে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল বাংলাদেশের। এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বাবদ বকেয়ার পরিমাণ ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু সেদেশে চলেছে ডলার সংকট। এদিকে আদানি গোষ্ঠীর জানায়, বকেয়া না মেটালে সরবরাহ পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।