আন্তর্জাতিকসেরার তকমা! অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নের নতুন তারকা বাংলাদেশ
অর্থনীতির দৌড়ে ভারত, পাকিস্তানের মতন দেশগুলিকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশের তকমা পেল বাংলাদেশ। করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও সেরার তকমা ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। গত ১ বছরের বাংলাদেশবাসীর মাথাপিছু আয় অর্থাৎ দেশের মোট আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় হয়, সে হিসেবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে। এ বিষয়ে আমেরিকার ক্যাবিনেট সচিব জানিয়েছেন, গত বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ৯ শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ২,২২৭ মার্কিন ডলার। সেখানে ভারতবর্ষ ও পাকিস্তানের মাথাপিছু আয় যথাক্রমে ১,৯৪৭ ও ১,৫৪৩ মার্কিন ডলার হয়েছে।