ফ্যাশন

সৌন্দর্যের মাপকাঠিতে আসছে বদল, এবার অনলাইনে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা।

সৌন্দর্যের মাপকাঠিতে আসছে বদল, এবার অনলাইনে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা।
Key Highlights

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার পালটে গেল ফেমিনা মিস ইন্ডিয়ার স্থানও। দেশের সৌন্দর্য প্রতিযোগিতার অডিশন এবার ভারচুয়ালি করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। Roposo App-এর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু-কাশ্মীর থেকে আবেদন করা যাবে। চলতি বছরে পালটে গিয়েছে সৌন্দর্যের মাপকাঠিও। আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা হতে হত। এবছর তা কমিয়ে ৫ ফুট ৩ ইঞ্চি করে দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, ৩১ জনকে মুম্বইয়ে ডেকে পাঠানো হবে এবং তাঁদের গ্রুম করবেন নেহা ধুপিয়া। ফাইনাল হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।