Balochistan | পাক সরকারের বিরুদ্ধে ‘অপারেশন বাম’! বালোচিস্তান জুড়ে আক্রমণ স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীদের!

Friday, July 11 2025, 9:21 am
Balochistan | পাক সরকারের বিরুদ্ধে ‘অপারেশন বাম’! বালোচিস্তান জুড়ে আক্রমণ স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীদের!
highlightKey Highlights

পাকিস্তান সরকারের বিরুদ্ধে ‘অপারেশন বাম’শুরু করলো দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীরা!


পাকিস্তান সরকারের বিরুদ্ধে ‘অপারেশন বাম’শুরু করলো দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীরা! গোটা বালোচিস্তানজুড়ে আক্রমণ শানিয়েছে বালোচ লিবারেশন ফ্রন্ট। একসঙ্গে চার জেলার ১৭টি জায়গায় হামলা হয়েছে। মূলত সরকারি ভবন এবং সম্পত্তি লক্ষ্য করে হামলা হয়। এর ফলে কেছ এবং পাঞ্জগুরের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বালোচিস্তানে বাস থেকে যাত্রীদের অপহরণ করে তাদের খুন করা হয়েছে বলেও খবর। বালোচ বিদ্রোহীরা জানান, পাক নিরাপত্তাবাহিনীর সদস্যদের যতটা সম্ভব ধাক্কা দেওয়াই এই অপারেশনের উদ্দেশ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File