Ram Gopal Varma | জামিন অযোগ্য ধারার গেরোয় বলিপাড়ার পরিচালক রাম গোপাল বর্মা, মামলা দায়ের মুম্বাই আদালতে

চেক বাউন্স এর ঘটনার জেরে বলিউড পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মুম্বইয়ের এক আদালত।
২০১৮র ঘটনার জের। এবার বলিউড পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। ঘটনাটি হচ্ছে, ২০১৮সালে মুম্বাইয়ে এই পরিচালকের সাথে শ্রী নামে একটি সংস্থার আর্থিক লেনদেনে সমস্যা তৈরি হয়। সংস্থার অভিযোগ ছিল পরিচালকের দেওয়া চেক বাউন্স করছিলো বারবার, রামগোপালের অ্যাকাউন্টে ছিল না পর্যাপ্ত টাকাও। টাকার অঙ্কটা প্রায় ৩.৭২লক্ষ। এরপরই ওই সংস্থা তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে আদালত অসহযোগিতার দায়ে ৩ মাস কারাদণ্ড হবে তাঁর।