Bally Bridge | আগামীকাল থেকে ১০০ ঘন্টা বন্ধ বালি ব্রিজ! কখন থেকে কখন বন্ধ থাকবে বিবেকানন্দ সেতু?
Tuesday, January 21 2025, 8:23 am
Key Highlights
রক্ষণাবেক্ষণের জন্য ১০০ ঘন্টা বন্ধ থাকবে অতি ব্যস্ত বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু।
রক্ষণাবেক্ষণের জন্য ১০০ ঘন্টা বন্ধ থাকবে অতি ব্যস্ত বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। পরিবহণ দফতর জানিয়েছে, ২২ জানুয়ারি রাত ১২টার পর থেকে অর্থাৎ ২৩ জানুয়ারি ভোর থেকে ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত এই ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে। সেতু লাগোয়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়েও ২৩ জানুয়ারি রাত ৮টা থেকে ২৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে। আবার ২৫ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক লাগোয়া পিডব্লিউডি রোডের অংশ ও সংলগ্ন আর কে পি দেব রোড।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন দপ্তর
- রাজ্য
- পশ্চিমবঙ্গ