ফের ট্রলারডুবি বকখালিতে, ট্রলার উল্টে যাওয়ায় নিখোঁজ ১০ জন মৎস্যজীবী

Wednesday, July 14 2021, 9:10 am
ফের ট্রলারডুবি বকখালিতে, ট্রলার উল্টে যাওয়ায় নিখোঁজ ১০ জন মৎস্যজীবী
highlightKey Highlights

ট্রলার উল্টে ফের দুর্ঘটনার শিকার হলো বকখালি। জানা গিয়েছে, বকখালি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে । মাছ ধরার জন্য ১২ জন মৎস্যজীবী হৈমবতী নামের ওই ট্রলারটি নিয়ে গত সপ্তাহে পাড়ি দিয়েছিল সমুদ্রে। বুধবার ভোর পাঁচটা নাগাদ তীরে ফিরছিল ওই ট্রলারটি তারপর আচমকাই রক্তেশ্বরী চরের কাছে এসে ট্রলারটি পালটি খায়। আশপাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা এগিয়ে আসে সাহায্যের জন্য তবে দু' জনকে উদ্ধার করা গেলেও, ১০ জনকে পাওয়া যায়নি। এখন ওই ১০ জন নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধারের কাজ চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File