আতঙ্কে বিশ্ব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তালিবান স্পেশাল ফোর্স 'Badri 313'-এর ছবি এবং ভিডিও
Tuesday, August 31 2021, 11:11 am

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তালিবান স্পেশ্যাল ফোর্স "Badri 313"-এর ছবি এবং ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তালিবান সেনাদের গায়ে সেনার পোশাক, পায়ে বুট, চোখে নাইটভিশন চশমা, বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে মার্কিন সেনার থেকে লুঠ করা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। পাশাপাশি বিভিন্ন দেশের স্পেশ্যাল ফোর্সের জওয়ানদের মতো তাদেরও মুখ ঢাকা বিশেষ মাস্কে। বিশেষজ্ঞদের দাবী,তালিবানরা বোঝাতে চাইছে, যে তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী।
- Related topics -
- আন্তর্জাতিক
- তালিবান
- আফগানিস্তান