প্রকল্প

Ayushman Bharat । এবার বিনামূল্যে চিকিৎসা মিলবে দেশে, প্রবীণদের জন্যে নয়া প্রকল্প আনলো মোদি সরকার

Ayushman Bharat । এবার বিনামূল্যে চিকিৎসা মিলবে দেশে, প্রবীণদের জন্যে নয়া প্রকল্প আনলো মোদি সরকার
Key Highlights

৭০ বছর এবং তাঁর বেশি বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলো মোদি সরকারের 'আয়ুষ্মান ভারত প্রকল্প'।

৭০ বছর এবং তাঁর বেশি বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলো 'আয়ুষ্মান ভারত প্রকল্প'। জানা গিয়েছে, ৭০ বছর বা তার ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের বিশেষ আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। যা ব্যবহার করে প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা কভার পাবে। যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অংশ নন, তাঁরাও প্রতি বছর ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা কভার পাবেন। আবেদনপত্র জমা দেওয়া যাবে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।