মর্মান্তিক দুর্ঘটনা! টুইটে হিমাচল প্রদেশর প্রকৃতির সৌন্দর্য্য ব্যাখ্যা, পর মুহূর্তেই ভূমিধসে মৃত্যু ডাক্তারের
Monday, July 26 2021, 8:12 am
Key Highlights
"প্রকৃতি তাঁর কাছে মায়ের মতো"- ১২ টা ৫৯ মিনিটে টুইটারে প্রকৃতির সৌন্দর্য্য তুলে ধরেছিলেন ৩৪ বছর বয়সী ডাক্তার দীপা শর্মা। ঠিক তার কিছু মুহূর্ত পরে অর্থাৎ ১ টা ২৫ মিনিটে শান্ত কিন্নর তার ভয়ঙ্কর রূপ দেখাতে থাকে। হঠাৎ সেখানকার মাটি কাঁপতে থাকে, ভয়ে পর্যটকরা পালানোর পথ খুঁজতে থাকে। এমন বিপজ্জনক অবস্থায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন ডাঃ দীপা শর্মা সহ বাকি পর্যটকরা। এক বিশাল আকৃতির পাথর এই তরুণী ডাক্তারের ওপর এসে পরে এবং তিনি প্রাণ হারান। নিমেষের মধ্যে তছনছ হয়ে যায় গোটা এলাকা, ভেঙে পরে ঝুলন্ত ব্রিজও। এই মর্মান্তিক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ সরকার
- পরিবেশ