Ayodhya Medical College | ভুল করলেই ১০০ বার লিখতে হবে ‘রাম-রাম’! পড়ুয়াদের নিদান দিলো অযোধ্যা মেডিক্যাল কলেজ
Tuesday, November 11 2025, 4:39 am
Key Highlightsআধিকারিকরা জানিয়েছেন, অবহেলা বা ভুলের পরিমাণের উপর নির্ভর করে ঠিক করা হবে কত বার রাম নাম লিখতে হবে পড়ুয়াদের।
রোগীর যত্নে ত্রুটি-বিচ্যুতি হলেই অন্তত একশ বার ‘রাম’ নাম লিখতে হবে ডাক্তারদের। এমনই নিদান দিলেন অযোধ্যা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কতৃপক্ষ জানিয়েছেন, ‘রোগীদের যত্নে অবহেলা, মেডিক্যাল ওয়ার্ডে রোগীদের প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং সময়মতো কর্তব্যে উপস্থিত না হওয়ার ক্ষেত্রে, কলেজের পড়ুয়ারা ঘটনাস্থলেই ‘রাম-রাম’ লেখার শাস্তি পাবেন।’ কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমার উদ্দেশ্য কেবল সকলকে সর্বশক্তিমানকে যে কোনও উপায়ে স্মরণ করার কথা মনে করিয়ে দেওয়া।’ তিনি বলেন, অন্য ধর্মের লোকেরাও চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
- Related topics -
- দেশ
- অযোধ্যা
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ডাক্তার

