Khamenei-Iran | ইরানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ! আমেরিকা-ইজরায়েলের ওপর দায় চাপালো লিডার খামেনেই
Friday, January 9 2026, 2:15 pm

Key Highlightsগোটা ঘটনার দায় দুই দেশের উপর চাপিয়ে তাঁর দাবি, আমেরিকা ও ইজরায়েলের সন্ত্রাসবাদী এজেন্টরা দেশে বিদ্রোহ করাচ্ছে।
গত ২৭ ডিসেম্বর ইরানের রাজধানী, তেহরানের দোকানদারেরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। গত একসপ্তাহে ইরান পুলিশের হামলায় অন্তত ৪০ নাগরিকের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১৫০০ জনকে। শুক্রবার দেশবাসীর উদ্দেশে বার্তা দেন সেদেশের সুপ্রিম লিডার খামেনেই। সেখানে তিনি গোটা ঘটনার দায় চাপালেন আমেরিকা এবং ইজরায়েলের ওপর। তিনি বলেন, “কিছু লোক অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের মাটিতে তাণ্ডব চালাচ্ছে।"


