অ্যাক্সিওম মিশন ৪

Shubhanshu Shukla | আজ পৃথিবীতে ফিরছেন না শুভাংশুরা! বাড়লো মহাকাশে থাকার মেয়াদ!

Shubhanshu Shukla | আজ পৃথিবীতে ফিরছেন না শুভাংশুরা! বাড়লো মহাকাশে থাকার মেয়াদ!
Key Highlights

আজ পৃথিবীতে ফেরার কথা ছিলো শুভাংশু শুক্লাদের, কিন্তু বাড়ল তাদের মহাকাশে থাকার মেয়াদ।

আজ পৃথিবীতে ফেরার কথা ছিলো শুভাংশু শুক্লাদের, কিন্তু বাড়ল তাদের মহাকাশে থাকার মেয়াদ। জানা গিয়েছে, এখনই ফেরা হচ্ছে না শুভাংশুদের। কবে ফিরবেন পৃথিবীতে, তার দিনক্ষণও ঘোষণা করা হয়নি। নাসার তরফে এই বিষয়ে কোনও তথ্য জানানো না হলেও, ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, তাদের মহাকাশচারী স্লায়োজ় উজ়ানস্কি ১৪ জুলাইয়ের পরে পৃথিবীতে ফিরবেন। অর্থাৎ শুভাংশুদের এখনই পৃথিবীতে ফেরা হবে না। বলা বাহুল্য, অ্যাক্সিওম ৪ মিশনের অধীনে শুভাংশু ও বাকি তিন মহাকাশচারী ৩১টি দেশ মিলিয়ে মোট ৬০টি বিষয়ে গবেষণা করছেন।