জেলাতৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে সচেতনতা শিবির।

Key Highlights২০১৯ সালে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ আইন চালু হলেও অনেকেই সে খবর রাখেন না। তাই তাঁরা নিখরচায় আইনি পরিষেবা কী ভাবে পেতে পারেন, নতুন আইনে কী আছে, সে সব জানাতে তৃতীয় লিঙ্গের নাগরিকদের দরজায় পৌঁছলেন হাওড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল বিশ্ব মানবাধিকার দিবস। তাঁরা সামাজিক ভাবে বঞ্চিত হলে সব সাহায্য পাবেন। এ দিন সেই পদ্ধতি জানানো এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার কাজটাই করলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। হাওড়া ও বাঁকড়ার কবরপাড়ায় ‘পশ্চিমবঙ্গ হিজড়া উন্নয়ন সমিতি’র অফিসে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করে এক বেসরকারি সংস্থা।