অর্থনৈতিক

Rural India Finance | এগিয়ে চলেছে গ্রামীণ পরিবারগুলি, মাত্র ৫ বছরে গড় গ্রামীণ আয় বেড়েছে ৫৮ শতাংশ

Rural India Finance | এগিয়ে চলেছে গ্রামীণ পরিবারগুলি, মাত্র ৫ বছরে গড় গ্রামীণ আয় বেড়েছে ৫৮ শতাংশ
Key Highlights

২০২১ থেকে ২২ এর জন্য দ্বিতীয় সর্বভারতীয় গ্রামীণ আর্থিক সমীক্ষা দেখায়, ২০১৬ থেকে ১৭ সালে গড় গ্রামীণ আয় ছিল মাত্র ৮,৫০৯ টাকা। তা ২০২১ থেকে ২২ সালে এটি বেড়ে ১২,৬৯৮ টাকা হয়েছে।

আয়ের পর সাংসারিক খরচ থেকে টাকা বাঁচিয়ে ভালো পরিমাণ সঞ্চয়, জীবনযাপনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বীমা সহ আর্থিক দিক দিয়ে নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে গ্রামীণ পরিবারগুলি। এইভাবে মাত্র ৫ বছরে গড় গ্রামীণ আয় ৫৮ শতাংশ বেড়েছে বলে খবর। ২০২১ থেকে ২২ এর জন্য দ্বিতীয় সর্বভারতীয় গ্রামীণ আর্থিক সমীক্ষা দেখায়, ২০১৬ থেকে ১৭ সালে গড় গ্রামীণ আয় ছিল মাত্র ৮,৫০৯ টাকা। তা ২০২১ থেকে ২২ সালে এটি বেড়ে ১২,৬৯৮ টাকা হয়েছে।