করোনাকালে দীপাবলির শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ।
Saturday, November 14 2020, 10:29 am
Key Highlights সংকটকালে আলোর উৎসবের নিহীত অর্থে উদ্দীপনা না হারানোর বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দীপাবলি শুধু ভারতে নয়, সারা বিশ্বেই সাড়ম্বরে উদযাপিত হয়। কিন্তু এবছর দীপাবলির বার্তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ’’বিশ্বে্র প্রতিটি দেশ কোভিড ১৯-এর সঙ্গে লড়ছে।এই প্রজন্মের সবচেয়ে বড় ধাক্কা তাদের জীবন-জীবিকা হারিয়ে গিয়েছে। আতঙ্ক সত্ত্বেও গোটা বছর ধরে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, অন্যকে উৎসাহিত বা অনুপ্রাণিত করার চেষ্টা করেছি।‘‘তিনি জানিয়েছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সেনা, সাফাই কর্মী সহ যারা করোনার সামনের সারির যোদ্ধা তাঁদের কাছ থেকে মনের জোর পেয়েছি। তাঁরা যতটা আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন তা সকলকে অণুপ্রাণিত করেছে।