Ind vs Aus । মেলবোর্নে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, প্রথম একাদশ থেকে বাদ পড়লেন গিল
মেলবোর্ন টেস্টে টস হারলেন রোহিত শর্মা। প্যাট কামিন্স টস জিতে শুরুতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
চলছে বর্ডার গাভাস্কার ট্রফি। এদিন মেলবোর্নের টেস্টে টস হারলেন রোহিত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন প্যাট কামিন্স। এদিকে ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন শুভমান গিল। তাঁর পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর। পারথ টেস্টের পর ফের প্রথম একাদশে সুযোগ পেলেন স্পিনার সুন্দর। প্রথম একাদশে রইলেন নীতীশ কুমার রেড্ডি। সিরিজ আপাতত রয়েছে ১:১ পয়েন্টে। মেলবোর্ন এবং সিডনি জিতলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। টেস্ট জিতলে বর্ডার গাভাসকার ট্রফি থাকবে ভারতেই।