INDvsAUS | বিধ্বংসী বরুন-শামি, ২৬৪তে থামতে হলো অজি-দের, সেমিফাইনালে জয়ের দোরগোড়ায় ভারত

Tuesday, March 4 2025, 12:55 pm
highlightKey Highlights

অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট অজিরা।


আজ দুপুর ২:৩০টায় শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি মহাদ্বৈরথ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। আজকের ম্যাচে আবারও বরুন ম্যাজিক দেখা গেলো। ট্রাভিস হেড এবং বেন দ্বারশুইসকে নিজের গুগলিতে ফাঁসিয়ে রান আউট করলেন তিনি। স্বমহিমায় শামিও। ম্যাচে ৩টি উইকেট নিলেন শামি। ২টি করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং জাদেজা। অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট অজিরা। জেতার জন্যে ভারতের চাই ২৬৫রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File