খেলাধুলা

IND vs AUS T20 | ফের ছন্দপতন, মেলবোর্নে ভারতকে চার উইকেটে হারালো অস্ট্রেলিয়া

IND vs AUS T20 | ফের ছন্দপতন, মেলবোর্নে ভারতকে চার উইকেটে হারালো অস্ট্রেলিয়া
Key Highlights

এ দিন অভিষেক শর্মা বাদে আর কেউই বড় কিছু করতে পারলেন না। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টি আরামে জিতে সিরিজ় শুরু করল অস্ট্রেলিয়া।

আবহাওয়ার কারণে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। এদিন ফের টস হেরে ব্যাটিং করতে নাম ভারত। অভিষেক শর্মার ৬৮ রানের ইনিংস নিয়ে ১৮.৪ ওভার ব্যাট করে ভারত তোলে ১২৫ রান। খেলতে নেমে মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের ৫১ রানের ওপেনিং জুটিই ম্যাচের গতি ঠিক করে দেয়। একের পর এক রানের ঝড় তোলে ট্রাভিস, মিচেল, যশেরা। এদিন দুটি করে উইকেট নেন জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তাতেও শেষরক্ষা হয়নি। ১৩.২ ওভারেই জয়ের রান তুলে ফেলে অজিরা।