Atul Subhash | অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে তলব! ৩ দিনের মধ্যে দিতে হবে হাজিরা
৩৪ বছর বয়সি বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে তলব করলো পুলিশ।
৩৪ বছর বয়সি বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে তলব করলো পুলিশ। আগামী তিন দিনের মধ্যে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে শুক্রবার নিকিতা সিংঘানিয়ার উত্তরপ্রদেশের বাড়িতে একটি নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। এ দিকে, নিশা সিংহানিয়ার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুভাষের শাশুড়ি বুধবার বাইকে চেপে বাড়ি ছাড়েন। সুভাষের শ্যালক অনুরাগ সিংহানিয়াও বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে দাবি।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- ক্রাইম
- আত্মহত্যা