Prayagraj Train | প্রয়াগরাজগামী ট্রেনে হামলা! ইট-পাথর ছুড়ে ভেঙে দেওয়া হলো ট্রেনের জামিলার কাচ

Tuesday, January 28 2025, 7:25 am
Prayagraj Train | প্রয়াগরাজগামী ট্রেনে হামলা! ইট-পাথর ছুড়ে ভেঙে দেওয়া হলো ট্রেনের জামিলার কাচ
highlightKey Highlights

ঝাঁসি থেকে মহাকুম্ভের উদ্দেশে রওনা দেওয়া ট্রেনটি হরপালপুর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময়ে হামলা হয়।


প্রয়াগরাজগামী ট্রেনে হামলা। ঝাঁসি থেকে মহাকুম্ভের উদ্দেশে রওনা দেওয়া ট্রেনটি হরপালপুর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময়ে হামলা হয়। অভিযোগ, পাথর ছুড়ে একাধিক কামরার জানালার কাচ ভেঙে দেয় বেশ কয়েক ব্যক্তি। ওই ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, অধিকাংশ যাত্রীই মহাকুম্ভে যাচ্ছিলেন। সূত্রে খবর, ট্রেন সময় মতো প্লাটফর্মে পৌঁছালেও অধিকাংশ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষা পর ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তারাই রাগে ইট, পাথর ছুড়তে শুরু করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File