এটিএমে আর্থিক লেনদেনের জন্য ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধিতে সবুজ সংকেত দিল RBI, কার্যকর হবে ১ অগাস্ট থেকে
Saturday, June 12 2021, 2:29 am
Key Highlightsএটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য যে ১৫ টাকা ইন্টারচেঞ্জ ফি নেওয়াা হতো তা বাড়িয়ে ১৭ টাকা করার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেসকল লেনদেন অর্থনৈতিক নয় সেসমস্ত ক্ষেত্রে, ইন্টারচেঞ্জ ফি পাঁচ টাকা থেকে বাড়িয়ে ছয় টাকা করা হয়েছে। এই নতুন নিয়ম লাগু হবে আগামী পয়লা অগাস্ট থেকে। এছাড়াও নিজের ব্যাঙ্ক এটিএম থেকে প্রতি মাসে পাঁচবার ফ্রি-তে লেনদেনের সুযোগ দেওয়া হবে গ্রাহকদের।
- Related topics -
- অর্থনৈতিক
- এটিএম ইন্টারচেঞ্জ
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- নতুন নিয়ম
- আরবিআই

