Delhi New CM | বিকেলে ইস্তফাপত্র জমা দেবেন কেজরিওয়াল, দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর দায়িত্বে অতিশি মারলেনা
Tuesday, September 17 2024, 7:17 am
Key Highlightsদিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা, কেজরিওয়াল আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন।
জেল মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা। অতিশির নাম প্রস্তাব করেন খোদ কেজরিওয়াল। তিনি এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী। এর পর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে আদালতের নির্দেশে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে দু'দিন আগে পদত্যাগ করার ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দেশ
- ভারত
- অরবিন্দ কেজরিওয়াল

