৪০০ উইকেট নেওয়া ভারতীয় বোলার রবীচন্দ্রন অশ্বিন এবার ওভাল টেস্ট খেলবেন
Thursday, September 2 2021, 12:24 pm
Key Highlightsইংল্যান্ড সিরিজের ৫ টি টেস্টের মধ্যে ইতিমধ্যেই তিনটি টেস্ট খেলে ফেলেছে ভারত। এইমুহূর্তে ১-১ ফলাফলে এসে দাঁড়িয়েছে সিরিজ। তবে ভারতের হয়ে ৪০০ উইকেট নেওয়া অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত জায়গা পাননি দলে। জানা যাচ্ছে ভারতীয় অধিনায়ক লিডসে উইনিং কম্বিনেশন পরিবর্তন করতে চাননি ফলে ভারতের একমাত্র স্পিনার হিসেবে জাদেজা মাঠে নেমেছিলেন। অন্যদিকে ইশান্ত শর্মা বাদ পড়তে পারেন দল থেকে। হেডিংলিতে সুযোগ থাকা সত্ত্বেও ইশান্তের বল একেবারেই কাজ করেনি, সেই কারণেই এবার ইশান্তের জায়গায় রবীচন্দ্রন অশ্বিনের চলে আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ওভাল টেস্ট

