Jadavpur University | ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যু, কলেজের পুকুর থেকে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে ধোঁয়াশা

বৃহস্পতিবার রাতে ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইউজি আর্টস বিল্ডিং-এর বিপরীতে থাকা পুকুর থেকে।
ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে ধোঁয়াশা। মৃতার নাম অনামিকা মণ্ডল। তিনি ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে একটি অনুষ্ঠান চলছিল। রাত ১০টা নাগাদ ইউজি আর্টস বিল্ডিংয়ের উল্টোদিকে ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে অনামিকার অচৈতন্য দেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, এটি ‘সাসপেকটেড ড্রাউনিং’এর ঘটনা হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।