Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে

Tuesday, September 16 2025, 2:31 pm
highlightKey Highlights

প্রায় ৪৫ মিনিট বিনা চিকিৎসাতে হাওড়া মেট্রো স্টেশনেই পড়েছিলেন ওই ব্যক্তি! পরে হাওড়া জেলা হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।


এদিন সকালে রাজ্য সরকারের বিদ্যুৎদপ্তরের কর্মী বিশ্বজিৎ পাকড়াশি হাওড়া থেকে মেট্রোতে সল্টলেকের অফিসে যাচ্ছিলেন। স্টেশনের লিফটে করে প্লাটফর্মে যাওয়া সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে স্টেশনের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সহযাত্রীদের অভিযোগ, বারবার সাহায্য চাওয়া সত্বেও মেট্রো কতৃপক্ষ তাঁদের আবেদনে আমল দেয়নি। ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে একটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। তবে মাস্ক না থাকায় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। প্রায় ৪৫ মিনিট পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File