Kolkata Metro | সাতসকালে মেট্রো বিভ্রাট, কামরার নিচ থেকে ছড়াচ্ছে আগুনের ফুলকি, চাঞ্চল্য চাঁদনী চক স্টেশনে

চাঁদনী চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই কামরার নিচ থেকে আগুনের ফুলকি দেখা যায়।
স্তম্ভে ফাটল ধরায় সাময়িক ভাবে বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এর জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। এবার ফের মেট্রো বিভ্রাট। ঘটনাটি ঘটেছে চাঁদনী চক মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই যাত্রীরা খেয়াল করেন কামরার নিচ থেকে আগুনের ফুলকি বেরচ্ছে। চাঞ্চল্য ছড়ায় স্টেশনে। দ্রুত রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়েছে। আগুনের ফুলকি বেরোলো কেন তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা।