Coldplay Concert | 'কোল্ডপ্লে'র কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন বিবাহিত CEO! ভিডিও ভাইরাল হতেই শুরু ট্রোল!

Friday, July 18 2025, 9:08 am
highlightKey Highlights

বিশ্বখ্যাত ইংরেজি ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট চলাকালীন ‘কিস ক্যামে’ অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং তার সহকর্মী সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।


বিশ্বখ্যাত ইংরেজি ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট চলাকালীন ‘কিস ক্যামে’ অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং তার সহকর্মী সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। সেই দৃশ্য ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। চর্চায় তাদের পরকীয়া। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্যামেরার নজর থেকে বেরোতে ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে একপ্রকার ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে, লজ্জায় মুখ ঢাকেন ক্রিস্টিনও। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, অ্যান্ডি বায়রন বিবাহিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File