আন্তর্জাতিক

Jim Lovell | চাঁদে পাড়ি দিয়েছিলেন দু'বার, প্রয়াত অ্যাপোলো ১৩ মিশনের রক্ষাকর্তা মহাকাশচারী জিম লোভেল!

Jim Lovell | চাঁদে পাড়ি দিয়েছিলেন দু'বার, প্রয়াত অ্যাপোলো ১৩ মিশনের রক্ষাকর্তা মহাকাশচারী জিম লোভেল!
Key Highlights

প্রয়াত চাঁদে পাড়ি দেওয়া মহাকাশচারী জিম লোভেল। শুক্রবার ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

প্রয়াত চাঁদে পাড়ি দেওয়া মহাকাশচারী জিম লোভেল। শুক্রবার ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৭০সালে চাঁদে পাড়ি দিয়েছিলেন জিম লোভেল। মোট চারবার মহাকাশ মিশনের অংশ ছিলেন তিনি। জেমিনি ৭, জেমিনি ১২, অ্যাপোলো ৮ এবং অ্যাপোলো ১৩ এর ক্রু ছিলেন জিম। অ্যাপোলো ৮ এবং অ্যাপোলো ১৩-এর মাধ্যমে চাঁদে পাড়ি দেওয়া মানুষকে পৃথিবীতে ফিরিয়ে এনেছেন তিনি। যদিও দু’বার চাঁদে পাড়ি দিলেও একবারও চাঁদের মাটিতে পা রাখেননি লোভেল। বলা বাহুল্য, ভয়ঙ্কর বিপর্যয় ঠেকিয়ে অ্যাপোলো ১৩ মিশন সফল হয়েছিল জিম লোভেলের সৌজন্যে।