UNESCO । ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল অসমের 'বিশেষ' সমাধি মইডাম
Tuesday, July 30 2024, 11:27 am
Key Highlightsইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নাম উঠলো অসমের মইডাম-র। অসমের প্রাচীন তাই-অহোম রাজবংশের শেষকৃত্য এবং সমাধির জায়গা এটি।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নাম উঠলো অসমের মইডাম-র। অসমের প্রাচীন তাই-অহোম রাজবংশের শেষকৃত্য এবং সমাধির জায়গা এটি। অহোম সংস্কৃতিতে এই জায়গাকে বিশেষভাবে পবিত্র বলে বিশ্বাস করা হয়। তাই-অহোম সংস্কৃতিতে মইডামের অর্থ 'আত্মার বাসস্থান' বা Home-for-spirit. UNESCO-এর সাংস্কৃতিক সম্পদ বা Cultural Property বিভাগে এই সম্মান পেয়েছে এই মইডাম। এটি এখানকার প্রাচীন রাজবংশের সদ্যদের সমাধি ঢিপি। ওই রাজবংশের অন্তত ৯০ জন রাজা, রানি এবং উচ্চপদের অভিজাত শ্রেণির ব্যক্তিদের সমাধি রয়েছে এখানে।
- Related topics -
- দেশ
- ভারত
- আসাম
- ইউনেস্কো
- ন্যাশনাল হেরিটেজ

