Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও

আচমকাই ভূমিকম্পে অসমে। সেখান থেকে কম্পন ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গেও। মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও।
আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠলো অসমের বিস্তীর্ন এলাকা। রবিবার উত্তরবঙ্গের মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল আসামের ঢেকুয়াজুলি থেকে ১৬ কিমি দূরে। বিকেল প্রায় ৪টে ৪০ নাগাদ কেঁপে ওঠে ঢেকুয়াজুলি এলাকা। কয়েক সেকেন্ডের মধ্যে কম্পন ছড়িয়ে পরে অন্যান্য জেলা সহ মহানগরীতেও। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলোজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ঢাকার আশপাশ এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।