Asia Cup | ট্রফি দেননি নকভি, ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে সরানো হতে পারে পাক-পরিচালককে!

Saturday, October 11 2025, 4:30 pm
Asia Cup | ট্রফি দেননি নকভি, ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে সরানো হতে পারে পাক-পরিচালককে!
highlightKey Highlights

নকভিকে আইসিসির পরিচালকের পদ থেকে সরিয়েও দিতে পারে জয় শাহের আইসিসি।


এশিয়া কাপ নিয়ে বিতর্কের শেষ নেই। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি জয়ী ভারতীয় দল। তারপরই প্রেজেন্টেশন সেরেমনি থেকে ট্রফি নিয়ে হাঁটা মারেন নকভি। বর্তমানে ট্রফি রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে। নকভি শর্ত দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে নিতে হবে তাঁর হাত থেকেই। এরপরই বিসিসিআই জানিয়েছে নকভির কোনও অধিকার নেই ট্রফিটি নিজের কাছে রাখার। এই হঠকারিতায় নকভিকে আইসিসির পরিচালকের পদ থেকে সরিয়ে দিতে পারে জয় শাহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File