Jagannath Temple | ১৯৭৫ সালের পর প্রথম! পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের মেরামতির কাজ শুরু করল ASI
Wednesday, December 18 2024, 12:41 pm
Key Highlights
১৯৭৫ সালে রত্ন ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মেরামতের কাজ শুরু করল ASI।
১৯৭৫ সালে রত্ন ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মেরামতের কাজ শুরু করল ASI। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দুপুর ১টা থেকে রত্ন ভাণ্ডার মেরামতের কাজ শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রাজ্য সরকার ASI'কে নির্দেশ দিয়েছে, খুব ভালোভাবে মেরামত করার জন্য, যা কমপক্ষে পাঁচ দশক পর্যন্ত যেন টিকে থাকে। ASI জানিয়েছে, তাদের প্রাথমিক কাজটি হল রত্নভাণ্ডারের বাইরের এবং ভিতরের উভয় চেম্বার থেকে প্রাচীরের প্লাস্টার সরিয়ে নতুন করে করা। প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা কাজ করবে ASI।
- Related topics -
- দেশ
- ওড়িশা
- মন্দির
- জগন্নাথ মন্দির
- আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া