Bhojshala । মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালার জমির নিচে হিন্দু দেবদেবীর মূর্তি ও মন্দিরের অস্তিত্ব পেল ASI!
মধ্যপ্রদেশের ভোজশালার গিয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি ও মন্দিরের অস্তিত্ব।
মধ্যপ্রদেশের ভোজশালার গিয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি ও মন্দিরের অস্তিত্ব। এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই রিপোর্ট আদালতে জমা দিয়ে এএসআই জানায়, ওই স্থানে ৯৪টি ভাস্কর্য মিলেছে। এই ভাস্কর্যগুলি বেসল্ট, মার্বেল, বেলেপাথর এবং চুনাপাথর দিয়ে তৈরি। প্রাথমিকভাবে সেগুলিকে দেবদেবী, মানুষ এবং পশুদের মূর্তি বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, ভোজশালায় রয়েছে হাজার বছরের পুরানো একটি বিতর্কিত সৌধ। মুসলিমদের দাবি ওটি আসলে মসজিদ। অন্যদিকে হিন্দুদের দাবি ওই সৌধ রাজা ভোজের তৈরি সরস্বতী মন্দির।