IICT | বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে মজুত করতে তৈরী হবে IICT! বরাদ্দ ৪০০ কোটি টাকা!
Friday, May 2 2025, 6:18 am
Key Highlightsদেশের বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও মজবুত করতে মুম্বইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তথা IICT তৈরি করার ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দেশের বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও মজবুত করতে মুম্বইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তথা IICT তৈরি করার ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার তিনি ওয়েভস ২০২৫ এর মঞ্চ থেকে জানান, এই বাবদ ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। ওই প্রতিষ্ঠানটি দুই স্থানে তৈরি হবে। একটি পেডার রোডে, সেখানে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি সেক্টর নিয়ে শিক্ষাদান করা হবে। অন্যটি গোরেগাঁওয়ের ফিল্ম সিটির ভিতরে ১০ একর ক্যাম্পাসে তৈরি হবে।
- Related topics -
- বিনোদন
- টেলিভিশন
- অশ্বিনী বৈষ্ণব
- মুম্বাই

