Ravichandran Ashwin | 'অশ্বিনের আরও অনেক কিছু পাওয়া উচিত ছিল'..রবিচন্দ্রনের 'বিদায়' নিয়ে বললেন কপিল দেব

Thursday, December 19 2024, 10:27 am
Ravichandran Ashwin | 'অশ্বিনের আরও অনেক কিছু পাওয়া উচিত ছিল'..রবিচন্দ্রনের 'বিদায়' নিয়ে বললেন কপিল দেব
highlightKey Highlights

কপিল দেব অশ্বিনের অবসরের ধরণে অসন্তুষ্ট; তিনি বিদায়কে আরও সম্মানজনক করার আহ্বান জানিয়েছেন।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। স্বাভাবিকভাবেই মন খারাপ ভারতের ক্রিকেট মহলের। তবে অশ্বিনকে যেভাবে বিদায় জানানো হয়ে তা নিয়ে একেবারেই খুশি নন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের। রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে কপিল দেব বলেন, ‘অশ্বিন তো সেই ভালো ক্রিকেটাদেরই একজন। আমি মনে করি তাঁর আরও অনেক কিছু পাওয়া উচিত ছিল। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে এভাবে যেতে দিতাম না। আমি সেখানে থাকলে তাঁকে অনেক সম্মান এবং সুখ দিয়ে পাঠাতাম।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File