NCB-র আইনজীবীর দাবি আরবাজের কাছ থেকে প্রাপ্ত মাদকই আরিয়ানের সেবন করার কথা ছিল

Thursday, October 28 2021, 12:20 pm
NCB-র আইনজীবীর  দাবি আরবাজের কাছ থেকে প্রাপ্ত মাদকই আরিয়ানের সেবন করার কথা ছিল
highlightKey Highlights

মাদককাণ্ডের জেরে অভিযুক্ত আরিয়ানের জামিনের শুনানি মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন স্থগিত রাখায় বুধবারই কোর্টের কাছে ১ ঘণ্টা সময় চেয়েছিলেন এনসিবির আইনজীবী অনিল সিং। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে ফের আরিয়ানের শুনানি শুরু হয়। এদিন এনসিবির আইনজীবী অনিল সিং আদালতে জানান, আরিয়ানের কাছে থেকে মাদক পাওয়া না গেলেও আরবাজের কাছে থেকে পাওয়া গেছে এবং আরিয়ানই তাঁদের বলেছে যে মাদক পার্টিতে আরবাজের কাছ থেকে যে মাদক পাওয়া গেছে, পার্টিতে সেই মাদক সেবনের পরিকল্পনাই ছিল তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File