Trump-Tariffs | শেয়ার বাজারে ধস নামতেই মতবদল ট্রাম্পের, তুললেন শুল্ক, রেহাই কানাডা-মেক্সিকোর

Friday, March 7 2025, 2:11 pm
highlightKey Highlights

বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে কানাডা ও মেক্সিকোর উপরে আপাতত কিছু ট্যারিফ স্থগিত রাখা হচ্ছে।


গদিতে বসেই সব দেশের পণ্যের ওপর সমানুপাতিক হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন। তারপর থেকেই স্টক মার্কেটে তোলপাড় শুরু হয়। হু হু করে পড়তে থাকে শেয়ার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষনা করেন, আগামী ২ এপ্রিল পর্যন্ত কানাডা ও মেক্সিকোর থেকে সমানুপাতিক হারে যে শুল্ক নেওয়ার কথা ঠিক হয়েছিল তা নেওয়া হবে না। একদিনের মধ্যেই ট্যারিফ স্থগিতাদেশ জারি ট্রাম্পের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File