North Bengal | ছুটির মরশুম পড়তেই উত্তরবঙ্গমুখী পর্যটকেরা, ভলভো বাসের দর চিন্তা বাড়াচ্ছে যাত্রীদের!
Wednesday, April 9 2025, 3:56 am
Key Highlights৮ এপ্রিল পর্যন্ত যেখানে ১৫০০ টাকায় শুয়ে বসে ভলভো বাসে চলে আসা যেত, সেটাই আজ বুধবার থেকে দাঁড়াচ্ছে ৪০০০ টাকা।
ছুটির মরশুম শুরু হতেই উত্তরবঙ্গের টিকিট বুক করতে শুরু করেছে ভ্রমণপিপাসু বাঙালি। তবে সমস্ত ট্রেনের টিকিট দশ দিন আগেই ফুরিয়ে গিয়েছে। পর্যটকদের ভরসা করতে হচ্ছে ভলভো বাসেই। সেখানেও বিড়ম্বনা। যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে দর বাড়িয়েছে বাসও। ৮ এপ্রিল পর্যন্ত ১৫০০ টাকায় শুয়ে বসে ভলভো বাসে উত্তরবঙ্গে চলে আসা যেত। আজ বুধবার থেকে সেই সিটের দর পড়বে ৪০০০ টাকা করে। বাস মালিকদের দাবি, অ্যাপ নির্ভর পরিষেবা হওয়ায় দর বাড়ছে চড়চড় করে।

