আন্তর্জাতিক

Air India Flight | ইরান ইজরায়েল যুদ্ধে বিশেষ সিদ্ধান্ত নিলো এয়ার ইন্ডিয়া, ৩ দেশের ওপর দিয়ে চলবেনা তাঁদের বিমান!

Air India Flight | ইরান ইজরায়েল যুদ্ধে বিশেষ সিদ্ধান্ত নিলো এয়ার ইন্ডিয়া, ৩ দেশের ওপর দিয়ে চলবেনা তাঁদের বিমান!
Key Highlights

পশ্চিম এশিয়া উত্তপ্ত থাকায় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে, এয়ার ইন্ডিয়া তাদের বিমানের সময়সূচী এবং যাত্রার সময়ে কিছু পরিবর্তন করেছে।

ইরান ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ইরান এবং ইজরায়েল দুপক্ষই নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। এরই মধ্যে বিশেষ বিবৃতি দিলো এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ইরান, ইরাক এবং ইজরায়েলের আকাশসীমার উপর দিয়ে তাদের বিমান আর চালাবেনা। সেই সঙ্গে তারা আরো জানিয়েছে আগামী দিনে পারস্য উপসাগরের আকাশসীমার ব্যবহার এড়িয়ে চলবে তারা। ইউএই, কাতার, ওমান এবং কুয়েত সহ গন্তব্যগুলির জন্য বিকল্প পথ বেছে নেবে তারা।